সাম্প্রদায়িকতা রুখে দাড়াও-সম্প্রতির বাংলাদেশ গড়ো এই শ্লোগানে মাগুরায় সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গবার বিকালে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান, উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, থিয়েটার ইউনিটের সভাপতি শফিকুল ইসলাম শফিক, কন্ঠ বিথীর সভাপতি মাজহারুল হক লিপু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মকলেছুর রহমান, কবি ওয়ালিউজ্জামান রিংকু, জেলা জাসদের সেক্রেটারী সমির চক্রবর্তী,উদীচীর সেক্রেটারী বিশ্বজিৎ চক্রবর্তী প্রমূখ।
মানববন্ধনে হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, দেশের শান্তি নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান।