ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে মাগুরা জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধীত সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য কালে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি জামায়াতের ষড়যন্ত্র এবং সামপ্রদায়িকতা রুখতে সারা দেশে আওয়ামীলীগ কে মাঠে থাকতে হবে।
শুক্রবার মাগুরা নোমানী ময়দানের আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্টিত জেলা আওয়ামী লীগের বর্ধীত সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি মুন্সী রেজাউল হক। এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
এ ছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট আমিরুল ইসলাম এমপি, পারভিন জামান কল্পনা, এ্যাডভোকেট গেøারিয়া সরকার ঝর্না এমপি, স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, এ্যাডভোকেট বীরেন সিকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল প্রমূখ।