গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মঙ্গলবার বিকালে মাগুরা শ্রীপুর উপজেলার চর-চৌগাছী ঘসিয়াল এলাকার গড়াই নদীতে হয়ে গেল শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা । নৌকা বাইচ দেখতে মাগুরার শ্রীপুর ও রাজবাড়ি অংশে নদীর দু’পাড়ের হাজারো নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
চরচৌগাছী ও ঘসিয়াল গ্রামবাসী এবং মোঃ লিটন বিশ্বাসের সার্বিক সহযোগীতা ও পরিচালনায় আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় মাগুরা,রাজবাড়ি,ঝিনাইদহ ও ফরিদপুরের ১৫ টি নৌকা অংশ নেয় । তুমুল উত্তেজনাপূর্ণ ৩ টি বাইচের মধ্য থেকে বিচারকদের রায়ে রাজবাড়ির লালন শাহ নৌকা ১ম, রাজবাড়ির সেই লালন শাহ নৌকা ২য় ও কুষ্টিয়ার সোনারতরী নৌকা ৩য় স্থান অধিকার করে ।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।