মাগুরায় প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্ভোধনী খেলায় ভায়না ক্রিকেট একাডেমী ৭ উইকেটে বাবু স্মৃতি সংসদ কে হারিয়ে লীগে শুভ সূচনা করেছে। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান প্রথম বিভাগ ক্রিকেট লীগ প্রধান অতিথি হিসাবে স্থানীয় সংসদ সদস্য ও লীগের পৃষ্টপোষক এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর আনুষ্টানিক ভাবে উদ্ভোধন করেছেন।
টচে জিতে বাবু স্মৃতি সংসদ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারের মধ্যে ২২ ওভার ২ বলে সব কটি উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। ভায়না ক্রিকেট একাডেমীর আরিয়ান ২৩ রানে ৩ উইকেট লাভ করে। জবাবে ভায়না ক্রিকেট একাডেমী ব্যাট করতে নেমে মাত্র ১২ ওভার ৪ বলে ৩ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলে ৭ উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করেছে।
শনিবার মাগুরা স্টেডিয়ামে জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ও ক্রিড়া সংস্থার সভাপতি ডঃ আশরাফুল আলম। বক্তব্য রাখেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, ক্রিকেট উপ-কমিটির আহবায়ক রানা আমির উসমান প্রমূখ।
রবিবার দুটি খেলায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমী বনাম নাজিম উদ্দিন স্মৃতি সংসদ এবং আব্দুল হালিম খান স্মৃতি সংসদ বনাম একুশ শতকের শিশু কিশোর সংঘ মূখোমুখি হবে। প্রথম বিভাগের এ লীগে ১০টি দল অংশ নিয়েছে।