বর্নাঢ্য আয়োজনে মাগুরায় বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা জেলা শাখার বার্ষিক সম্মেলন উদ্ভোধন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য।
মঙ্গলবার দুপুরে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্টিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি মীর মেহেদী হাসান রুবেল।
সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট বীরেন সিকদার, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু এবং সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
এ ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত, আপেল মাহমুদ, দেবাশীষ শিকদার সিদ্ধার্থ, যুগ্ম সম্পাদক বেনজীর হোসেন নিশি, পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের, সহ-সম্পাদক মীর সাব্বির প্রমূখ।
বক্তারা, বর্তমান আওয়ামী সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং বিএনপি জামায়াতের বিরুদ্ধে আন্দোলনের নামে দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে আহবান করেন।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যায়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ছাত্রলীগের ৫০ লাখ নেতাকর্মী নিজেদের জীবন বাজি রেখে নিঃস্বার্থ ভাবে দেশের ক্লান্তিকালে কাজ করে যাচ্ছে।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে মাগুরা জেলা ছাত্রলীগের নতুল কমিটির সভাপতি পদে ১৮ জন এবং সম্পাদক পদে ৬২ জন আবেদন কৃত ছাত্র নেতা কে নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বৈঠকে বসবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।