করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট এর পক্ষ থেকে রিক্সা, ভ্যান ও অটোরিক্সা চালকসহ দরিদ্র অসহায় মানুষের মধ্যে ১৫০০শত পিচ মাস্ক বিতরণ করা হয়েছে ।রবিবার সকাল ১১টায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড়, দুপুর ১২ টায় পৌরসভার সামনে এবং সাড়ে ১২ টায় ভায়না মোড়ে থিয়েটারের সদস্যরা রিক্সা, ভ্যান ও অটোরিক্সা চালকসহ দরিদ্র অসহায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
চৌরঙ্গী মোড়ে থিয়েটার ইউনিটের মাস্ক বিতরণ উদ্ভোধন করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহমেদ খান। এ সময় থিয়েটারের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আল এমরানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদ এর সহযোগীতায় থিয়েটার ইউনিট এর এ মাস্ক বিতরণ কর্মসূচী চলমান থাকবে।