দর্শক প্রিয় বে সরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি তার সাফল্যের ১৮ বছর পেরিয়ে ১৯ বছর পদার্পনে মাগুরায় মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার ৩ জুলাই এনটিভি’র প্রতিষ্টা বার্ষিকীতে মাগুরা প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের মধ্যে দুই শতাধিক মাস্ক এবং নানা জাতের অর্ধশত গাছের চারা বিতরণ করা হয়।এনটিভি’র মাগুরা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক এর পরিচালনায় অতিথি হিসাবে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, দৈনিক খেদমত পত্রিকার সম্পাদক খান সরাফত হোসেন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান, আল এমরান, মাসুম বিল্লাহ, আলিমুজ্জামান উজ্জ্বল, শেখ ইলিয়াস মিথুন, দেলোয়ার হোসেন, ইব্রাহিম আলি মোনাল, এস আলম তুহিন, শিক্ষক আকরাম হোসেন উপস্থিত থেকে মাস্ক ও চারা বিতরণ করেন।
এ সময় অতিথিরা এনটিভি কে শুভেচ্ছা জানিয়ে তার বস্তুুনিষ্ট সংবাদ এবং সৃজনশীল অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।