মাছের সাথে নিষ্টুর শত্রুুতা। মাগুরা শ্রীপুর উপজেলার মালাইনগর গ্রামের একটি বানিজ্যিক মাছ চাষের পুকুরে রাতের আধারে কে বা কাহারা শত্রæুতা মূলক বিষ প্রয়োগে পুকুরের সব মাছ মেরে দিয়েছে।
দ্বারিয়াপুর গ্রামের ক্ষতিগ্রস্থ মাছ চাষি টিপু সুলতান জানান, মঙ্গলবার গভির রাতে শত্রুুতা মূলক কে বা কাহারা তার লিজ নেওয়া পুকুরে বিষ দিয়েছে। ফলে বুধবার সকালে যেয়ে তিনি দেখতে পান- পুকুরে থাকা রুই, কাতল, মৃগেলসহ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। এ বিষয়ে তিনি শ্রীপুর থানায় অজ্ঞাত দুর্বৃত্বদের নামে অভিযোগ দায়ের করেছেন।