চাল, ডাল, তেলসহ নিত্যপনের দাম বৃদ্ধি এবং দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে গণকমিটি।
রোববার দুপুরে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এতে বক্তব্য রাখেন, গনকমিটির জেলা আহবায়ক এটিএম মহব্বত আলী, সদস্য সচিব প্রকৌশলী সম্পা বসু, অধক্ষ্য কাজী ফিরোজসহ প্রমূখ।
মানববন্ধনে হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, দ্রæত নিত্যপন্যের দাম কমাতে সরকারকে কার্যকরি ভূমিকা নিতে হবে। অন্যদিকে দেশের শান্তি নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহবান জানান।